গ্লোবাল স্কুল এন্ড কলেজ

শিক্ষাই জাতির মেরুদন্ড। জাতি হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উচুঁ করে স্বগর্বে দাড়াঁতে চাই। আজকের ডিজিটাল বিশ্বায়নের এই কঠিন চ্যালেঞ্জের যুগে মাথা উঁচু করে দাড়াতে চাই সু-শিক্ষা, চাই প্রযুক্তিনির্ভর শিক্ষা, প্রয়োজন মৌলিক শিক্ষা প্রসারের আয়োজন করা। কিন্তু মৌলিক শিক্ষার শ্লোগান থাকলেও নেই এর যথোপযোগী বাস্তবায়ন, নেই কোন বাস্তব উদ্যোগ। আপনার সন্তান আগামীর ভবিষ্যত।তার সু-শিক্ষা আজকের সময়ের দাবি। আপনার সন্তানের সুপ্ত প্রতিভা বিকাশের সকল দায়িত্ব সরকারের। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতায় তা পুরোপুরি সম্ভব হচ্ছে না। যেখানে উন্নতবিশ্বের একটি ক্লাসরুমে শিক্ষার্থীর সংখ্যা ১৮ খেকে ২০ জন, শিক্ষক থাকেন ২ জন, সাথে থাকে শিশুশিক্ষার উপযোগী Teaching Aid;সেখানে আমাদের একটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ৬০ থেকে ৭০ জন-কোন কোন ক্ষেত্রে আরও বেশি। ক্লাসে শিক্ষক থাকেন মাত্র ১ জন। তাই প্রকৃত শিক্ষা দেয়া সম্ভব হচ্ছে না। এই সীমাবদ্ধতার সুযোগ নিয়ে প্রতিটি এলাকায় গড়ে উঠেছে অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল,ল্যাবরেটরী স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল এবং মডেল স্কুল। সেখানেও রয়েছে দক্ষ শিক্ষকের অভাব,অভাব রয়েছে উপযুক্ত পরিবেশের। নিরুপায় অভিবাবক দিকবিদিক জ্ঞান হারিয়ে সেই সকল স্কুলের সেবা গ্রহণ করছে অনিচ্ছা সত্ত্বেও।আবার কিছু অভিভাবক সন্তানের ভভিষ্যত নিয়ে উদবভ্রান্তের মত ছুটোছুটি করছে এদিক-সেদিক। যেখানেই কোন ভাল স্কুলের কথা শুনছে, সেখানেই ছুটে যাচ্ছে সন্তানের জন্য। কাক ডাকা ভোরে সন্তানকে সাথে নিয়ে প্রতিদিনের অসহনীয় যানযট পায়ে ঠেলে ছুটে যাচ্ছে কোন না কোন অভিজাত এলাকাতে। অর্থের সীমাহীন অপচয় মেনে নিয়ে, কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম-কোন কিছুর তোয়াক্কা নেই, চালু রয়েছে তাদের নিরন্তর পথচলা। নিত্যদিনের জীবনের ঝুঁকি নিয়ে অভিভাবকগণ সন্তানের জীবনকে গড়ে তুলতে চান ঝুঁকিমুক্ত করে।সারাদিনের ক্লান্তির পর বাসায় এসে দেখেন গৃহশিক্ষক বসে আছেন শিক্ষার্থীকে পড়াবেন বলে। তখন আপনার সন্তানের মানসিক অবস্থা কী হয়, তা কি কখনও ভেবে দেখেছেন? আপনি কি কখনও নিজেকে এ নিয়ে প্রশ্ন করেছেন? চোখ বন্ধ করে ভেবে দেখুন, আপনার চোখের সামনে ভেসে উঠবে মানসিক নির্যাতনের প্রতিচ্ছবি।আজকের বিশ্বায়নের যুগে প্রযুক্তি হাতের নাগালেই। প্রযুক্তিনির্ভর মানসম্পন্ন শিক্ষার অঙ্গীকারে দেশেরে খ্যাতনামা বিদগ্ধ শিক্ষাবিদদের পরিচালনায় মৌলিক শিক্ষার প্রত্যাশায় আমরা গড়ে তুলেছি গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ। চতুর্দিকে হাহাকার। অনৈতিকতায় সয়লাব সবর্ত্র। যাঁরা সমাজে চিন্ত করেন, পরিবেশ নিয়ে উদ্বিগ্ন, আকাশ সংস্কৃতির কারণে দেশিয় কৃষ্টি সভ্যতা হারিয়ে যারা ব্যথিত হন, তাদের হৃদয়ের আকুতি থেকেই আমরা গড়ে তুলেছি গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ।

50+
PROFESSIONAL TEACHER
5+
PROFESSIONAL STAFF
500+
REGISTERED STUDENTS

Our Prospectus & Calendar

News and Notice

MT Exam

October 2, 2023

Events

No Events Available

Gallery

Our Campus Photo Gallery